Result of Competition of Vidyasagar
” ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:এক অনন্ত মহাজীবন পরিক্রমা ” শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতা র ফল প্রকাশিত হল।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর – নীতির প্রশ্নে যিনি বজ্রতুল্য কঠিন, মানব হিতৈষণায় তিনিই কুসুমাদপি কোমল। অনন্য সাধারণ এই বরণীয় মনীষীর জন্ম দ্বিশতবর্ষে হুগলী মহসিন কলেজের শিক্ষক সংসদ ভুক্ত সংস্কৃতি পরিষদের একটি ক্ষুদ্র প্রয়াস এই প্রবন্ধ প্রতিযোগিতা। বাইশে ফেব্রুয়ারি দু’হাজার কুড়ি তে উৎসাহী ছাত্র ছাত্রীদের আন্তরিক অংশগ্রহণে যেটি সুসম্পন্ন হয়। করোনা সংক্রান্ত অতিমারী র কারণে বিচার প্রক্রিয়া খানিকটা বিলম্বিত হয়েছে এটা ঠিক। তবু সম্মিলিত প্রচেষ্টা য় অবশেষে এর ফল প্রকাশ সম্ভব হল।
নিম্নে প্রতিযোগিতা র প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী র নাম প্রকাশিত হল।
প্রথম :সৌম্য ঘোষ :চতুর্থ ষন্মাসক, সাম্মানিক বাংলা..ক্রমিক সংখ্যা 77।
দ্বিতীয় : প্রীতম পাল :দ্বিতীয় ষন্মাসক, সাম্মানিক পদার্থ বিদ্যা বিভাগ.. ক্রমিক সংখ্যা 19।
তৃতীয় :সেমন্তী কুমার। দ্বিতীয় ষণ্মাসক ,সাম্মানিক ইংরেজী বিভাগ। ক্রমিক সংখ্যা 13।
প্রতিযোগিতা য় অংশগ্রহণ কারী সকল ছাত্র – ছাত্রীকে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
ধন্যবাদ সহ
অধ্যাপক শিশির কুমার চ্যাটার্জি
অধ্যাপক জয়িতা দত্ত
যুগ্ম আহ্বায়ক, সংস্কৃতি পরিষদ, শিক্ষক সংসদ।
অধ্যক্ষ তপন কুমার কার্ফা ,
হুগলী মহসিন কলেজ ।